img

রাজধানীর হাতিরঝিল থানায় করা যুবদল নেতা আরিফ হত্যা মামলায় খাদিজা ইয়াসমিন বিথীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, খাদিজা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছেন। তবে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে খাদিজা আদালতকে বলেন, তিনি কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন। পরে বিস্তারিত জানতে তাকে রিমান্ডে পাঠান আদালত।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওইদিন খাদিজাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম।

তবে মামলার মূল নথি না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য এদিন ধার্য করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির একটি ক্যাফের সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আরিফ ঢাকা মহানগর উত্তর ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ–ক্রীড়া সম্পাদক ছিলেন।

এ ঘটনায় আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় প্রথমে হত্যাচেষ্টার মামলা করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এই বিভাগের আরও খবর